২৫ হাজার বোতল নিষিদ্ধ সিরাপ বাজেয়াপ্ত করলো পুলিশ , ধৃত ৩

5th October 2020 6:05 pm অনান‍্য
২৫ হাজার বোতল নিষিদ্ধ সিরাপ বাজেয়াপ্ত করলো পুলিশ , ধৃত ৩


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : ফের একবার সাফল্য পেলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ও  চুড়াইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস !  গোপন সূত্রে খবর পেয়ে ত্রিপুরার প্রবেশদ্বার চুড়াইবাড়ি নাকা পয়েন্টে ঔৎ পেতে থাকেন। দুপুর বারোটা নাগাদ এউপি ৭৫ এম -৩২২২ নম্বরের একটি বারো চাকার টাইলস বোঝাই লরি থানার সামনে আসতেই আটক করা হয় লরিটিকে। সেখানে তল্লাশি করে গাড়ি থেকে পঁচিশ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। যার মূল্য এক কোটি পঁচিশ লক্ষ টাকা বলে জানা গেছে । উদ্ধার ফেনসিডিলগুলো উত্তর প্রদেশ থেকে নিয়ে আসা হয়েছিল আগরতলার উদ্দেশ্যে। সঙ্গে লরি চালক বিনয় কুমার(৩০) এবং সহ চালক মোহিত সিং(১৮) ও রাহুল যাদব (২৫) নামে এক নেশা কারবারিকে আটক করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস এক্টে মামলা নিয়ে তদন্ত জারি রেখেছে চুড়াইবাড়ি থানার পুলিশ।





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।